• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

নড়াইলের অসচ্ছল ক্রীড়াবিদদের জন্য মাশরাফির উপহার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ মে ২০২০, ১৯:২৮
নড়াইলের অসচ্ছল ক্রীড়াবিদদের জন্য মাশরাফির উপহার
মাশরাফি বিন মোর্ত্তজা

করোনার দুর্যোগের সময়টা কারোরই ভালো যাচ্ছে না। এই সময়ে একে অপরের পাশে না দাঁড়ালে, সহযোগিতার হাত না বাড়ালে খারাপ সময়টা কাটিয়ে ওঠা অসম্ভব হয়ে পড়বে অনেকেরই।

মাশরাফি বিন মোর্ত্তজা তার নড়াইল-২ আসনের জন্য এরিমধ্যে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছেন, বাস্তবায়নও করেছেন। এতিমখানা থেকে শুরু করে জেলে কিংবা কয়েদিদেরও সহায়তা করে যাচ্ছেন সব সময়।

এবার সেই তালিকায় যুক্ত হলো নড়াইল জেলার তিন উপজেলার বর্তমান ও সাবেক অসচ্ছল ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়ার সাথে সংশ্লিষ্টজনরা।

মাশরাফি নিজে একজন ক্রীড়াবিদ হিসেবে ক্রীড়াবিদদের কষ্টটা বুঝবেন সহজেই। তাই এই শ্রেণীর মানুষদের চাওয়াটাও মাশরাফির কাছে অনেক।

মঙ্গলবার সকালে জেলা ক্রীড়া সংস্থার নিকট এক হাজার প্যাকেট শুভেচ্ছা উপহার হস্তান্তর করেন মাশরাফীর পিতা গোলাম মোর্ত্তজা স্বপন।

কাবাডি, ক্রিকেট, ফুটবল, ভলিবল, হকি, ব্যাডমিন্টনসহ সাবেক-বর্তমান সকল খেলোয়াড় যারা করোনার প্রভাবে সমস্যায় আছেন তাদের মাঝে জেলা ক্রীড়া সংস্থা ও সকল কোচদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে এই শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।

গোপনে এই শুভেচ্ছা উপহার দিতে ও ছবি না তুলতে জেলা ক্রীড়া সংস্থা ও সংশ্লিষ্টদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন মাশরাফি। ক্রীড়াবিদদের সম্মানের কথা বিবেচনায় নিয়ে নীরবে-নিভৃতে একে অপরের পাশে দাঁড়াতে সকলকে অনুরোধ করেছেন তিনি।

উল্লেখ্য, এই ১ হাজার প্যাকেট শুভেচ্ছা উপহার মাশরাফি বিন মোর্ত্তজাকে বিসিবি'র পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয়েছে। যা তিনি তাৎক্ষণিক ভাবে নড়াইলের ত্রীড়াঙ্গনের অসচ্ছল খেলোয়াড়দের মাঝে বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেন।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh