বাংলাদেশি উদ্যোক্তাদের মিশন: বিশ্বব্যাপী হালাল ইন্টারনেটের উন্মোচন

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ০৫:১৬ পিএম


বাংলাদেশি উদ্যোক্তাদের মিশন: বিশ্বব্যাপী হালাল ইন্টারনেটের উন্মোচন

কাহফ হালাল ইন্টারনেটের সূচনালগ্নে ডিজিটাল সেবাগুলো প্রদর্শনের জন্য সম্প্রতি একটি প্রেস কনফারেন্সের আয়োজন করে। অনুষ্ঠানে দুটি প্রধান প্রোডাক্ট উপস্থাপন করা হয়: কাহফ গার্ড এবং মাহফিল। আসন্ন প্রোডাক্টগুলো হল কাহফ কিডস, কাহফ ব্রাউজার, কাহফ ইন্টারনেট এবং কাহফ সিম।

কাহফের সিটিও ও কো-ফাউন্ডার ওমর আল জাবির বলেন, গত চার বছর আমি ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটাতে কাজ করেছি। আমার কাজ ছিলো সোশ্যাল মিডিয়ায়—বিশেষ করে মেসেঞ্জার, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটস অ্যাপ—যেসব অপরাধ ঘটে তা দমন করা নিয়ে। এই প্ল্যাটফর্মগুলোতে ১০ জন শিশু-কিশোরের মধ্যে ছয় জনই ক্ষতির শিকার হয়। তারা অশ্লীল কন্টেন্ট দেখে এবং এমন অভিজ্ঞতার সম্মুখীন হয় যা তাদের মানসিকতাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হালাল ইন্টারনেট আনতে চাই।

বিজ্ঞাপন

কাহফ গার্ড পর্ন সাইট, জুয়া, ম্যালওয়্যার এবং ফিশিং সাইটসহ অন্যান্য ক্ষতিকর সাইট ব্লক করে। মাহফিল হলো ইউটিউবের হালাল বিকল্প যার নিজস্ব বিজ্ঞাপন ইঞ্জিন রয়েছে। কাহফ ব্রাউজার হালাল ব্রাউজিং অভিজ্ঞতার জন্য কন্টেন্ট ফিল্টার করে এবং কাহফ কিডস একটি নিরাপদ ও শিশু-বান্ধব প্ল্যাটফর্ম নিশ্চিত করে। কাহফ সিম এবং কাহফ ইন্টারনেট হালাল ইন্টারনেট পরিষেবা প্রদান করবে।

কাহফের প্রতিষ্ঠাতা ও সিইও নিজাম বলেন, আমরা অনলাইনের সমস্ত হারাম কন্টেন্ট বন্ধ করতে, হালাল বিকল্প প্ল্যাটফর্ম আনতে এবং একটি বড় হালাল ইকোসিস্টেম তৈরি করতে চাই।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.