প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন শুক্রবার
আগামী শুক্রবার (১২ জানুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের চার বছর পূর্তিতে এ ভাষণ দেবেন তিনি।
বুধবার সচিবালয়ে সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর এই তথ্য জানান।
সরকারের চার বছর পূর্তিতে ১২ জানুয়ারি আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠেয় সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রী।
এসময় তিনি জানান, সরকারের চার বছর পূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন সন্ধ্যায় তার ভাষণ সম্প্রচার করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রচার করবে দেশ টিভি এবং বিটিভি ওয়ার্ল্ড।
নূর বলেন, সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আর্মি স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মঞ্চ থেকে আমরা ভাষণটি দেশ টিভিতে প্রচার করব। ওই সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবর্তে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচারিত হবে।
মেয়াদের শেষ বছরের শুরুতে প্রধানমন্ত্রীর এই ভাষণে কী থাকছে- জানতে চাইলে এই মন্ত্রী বলেন, উন্নয়নের সবকিছু থাকবে, তিনি সরকার প্রধান।
আরও পড়ুন-
- মাওলানা সাদকে ঠেকাতে নতুন কর্মসূচি
- ইজতেমায় যেসব জায়গায় গাড়ি পার্কিং করতে হবে
- যেভাবে দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধু
জেএইচ
মন্তব্য করুন