• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

শিখতে কিছুটা সময় তো লাগবেই: মোস্তাফা জব্বার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ জানুয়ারি ২০১৮, ২২:০০

‘মাননীয় স্পিকার শুরুতেই বলে রাখি আমি সংসদে প্রথম প্রবেশ করেছি। যদি কোনো ভুল ত্রুটি করি আমাকে ক্ষমা করে দিয়েন। ছাত্র হিসেবে কিছুটা সময় তো লাগবেই আমার শিখতে।’

বললেন সদ্য দায়িত্ব পাওয়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

সংসদে বুধবার প্রশ্নোত্তর ছিল এই মন্ত্রণালয়ের। আর মন্ত্রীত্ব পাওয়ার পর সংসদে এটাই ছিল তার প্রথম কথা বলা।

আরও পড়ুন-

লিখিত প্রশ্নের জবাব দেয়ার সময় মাইক্রোফোনের কাছাকাছি থাকার জন্য সামনের দিকে ঝুঁকে যাচ্ছিলেন তিনি। মাইক্রোফোনটি নিচু কিন্তু তিনি লম্বা হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।

মোস্তাফা জব্বার বলেন, ‘আমি এমন এক দিনে সংসদে কথা বলছি, যেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। এর চাইতে বড় গর্ব আমার জীবনে আর হতে পারে না।’

তিনি বলেন, ‘আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এমন দিনে এই সংসদে কথা বলতে পেরেছি। একই সাথে আমি গর্ব করছি আজকে এমন দিনে আমি প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করছি, যেদিন আমার পরম শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী সংসদে উত্তর দিচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে সব সংসদ সদস্য, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ আর আমাদের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে শ্রদ্ধা জানাই। কৃতজ্ঞতা প্রকাশ করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, তিনি আমার ওপর আস্থা রেখে আমাকে যে দায়িত্বটি দিয়েছেন তার জন্য।’

তিনি বলেন, ‘সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করি আমার দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে সক্ষম হই।’

এরপর এমপির লিখিত, তারকা চিহ্নিত ও সম্পূরক প্রশ্নের জবাব দিতে থাকেন এ মন্ত্রী।

আরও পড়ুন-

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভিপিএন প্রসঙ্গে যা বললেন মোস্তাফা জব্বার
বৃষ্টিতে অফিসে পানি, অবাক মোস্তাফা জব্বার
নতুন কারিকুলাম বাস্তবায়নে সমন্বিত সহযোগিতা প্রয়োজন: মোস্তাফা জব্বার