• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

ইজতেমায় তিন দিনের বিশেষ ট্রেন সুবিধা

আরটিভি অনলাইন ডেস্ক

  ১১ জানুয়ারি ২০১৮, ০৯:০২

বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে আগামীকাল শুক্রবার থেকে রোববার পর্যন্ত দেশের বিভিন্ন গন্তব্যে বেশ কিছু ট্রেন চলাচলের ব্যবস্থা করেছে। গতকাল বুধবার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের সুবিধার্থে গত ৯ জানুয়ারি থেকে ঢাকা অভিমুখী সকল ট্রেন টঙ্গী স্টেশনে ২ মিনিটের বিরতি দিচ্ছে। আগামী রোববার মোনাজাত পর্যন্ত এটা অব্যাহত থাকবে। আর বোরবার সুবর্ণ এক্সপ্রেস, মহুয়া এক্সপ্রেস ও তুরাগ ১, ২, ৩, ৪, ঢাকা-কুমিল্লা, ঢাকা-টঙ্গী, ঢাকা-জয়দেবপুর ও ঢাকা-নারায়ণগঞ্জের মধ্যে ডেমু (কমিউটার) ট্রেন চলাচল করবে।

শুক্রবার, শনিবার ও রোববার লোকাল ট্রেন এবং শনিবার ও রোববার কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনসমূহ বন্ধ থাকবে। ১৪ জানুয়ারি রোববার মহানগর এক্সপ্রেস ট্রেন সাপ্তাহিক বন্ধের দিনেও চলাচল করবে।

আখেরি মোনাজাতের পরের দিন টিকিটধারী মুসল্লিগণের টঙ্গী স্টেশন থেকে ট্রেনে উঠার সুবিধার্থে ধূমকেতু, রংপুর এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, কালানী, যমুনা সিরাজগঞ্জ, মহানগর এক্সপ্রেস, সুন্দরবন, পারাবত, হাওর, উপকুল, তিস্তা, নীলসাগর, এগারসিন্দু, প্রভাতী অগ্নিবীনা, একতা, জয়ন্তিকা, মহানগর প্রভাতী ও সিল্কসিটি এক্সপ্রেস টঙ্গী স্টেশনে ২ মিনিট করে থামবে।

কেএইচ/এমকে

আরও পড়ুন

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ব ইজতেমার দুই পর্বের চূড়ান্ত তারিখ ঘোষণা
মাওলানা সা’দপন্থীদের ৫ দাবি, দিয়েছেন ওপেন চ্যালেঞ্জ
দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা
তাবলিগ জামাতের ৫ দিনব্যাপী জোড় ইজতেমার তারিখ নির্ধারণ