• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

রেকর্ড গড়লেন শেখ হাসিনা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ জানুয়ারি ২০১৮, ১০:৫৫

আজ ১২ জানুয়ারি। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেন। এর আগে তিনি ২০০৯ সালের ৬ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে তিনি একজন সরকারপ্রধান হিসেবে তিনি বাংলাদেশে রেকর্ড গড়লেন। টানা ৯ বছর আর কোনো সরকারপ্রধান বাংলাদেশের সরকার পরিচালনার সুযোগ পাননি।

এর আগে শেখ হাসিনা ১৯৯৬ সালের ২৩ জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পূর্ণ মেয়াদ পার করে তিনি ২০০১ সালের ১৫ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ রাষ্ট্রপতি হিসেবে ১৯৮২ সালের ২৪ মার্চ ক্ষমতা দখল করেন। এরপর ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ক্ষমতা হস্তান্তর করেন তত্ত্বাবধায়ক সরকারের হাতে। ১৯৯১ সালের ২০ মার্চ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি ১৯৯৬ সালের ৩০ মার্চ ক্ষমতা হস্তান্তর করেন। এছাড়া বেগম খালেদা জিয়া ২০০১ সালের ১০ অক্টোবর দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ২০০৬ সালের ২৯ অক্টোবর তিনি ক্ষমতা হস্তান্তর করেন।

১৯৭১ সালে অনেক রক্তের দামে স্বাধীনতা এসেছিল। মুক্তির আনন্দে ভেসে গিয়েছিল সারাদেশ। কিন্তু বিজয়ের স্বাদ মানুষ বেশি দিন পায়নি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার পর দু’জন সামরিক শাসক মসনদে বসে। তারা ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিল।

দীর্ঘ পথ পাড়ি দেয়ার পর ১৯৯১ সালে বাংলাদেশ আবার সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিক যাত্রায় শামিল হয়। ১৯৯১ সালে ক্ষমতায় আসে জাতীয়তাবাদী দল (বিএনপি)। সরকারপ্রধান হন বেগম খালেদা জিয়া। এরপর ১৯৯৬ সালের ২৩ জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এরপর আবারও আসে চারদলীয় জোট সরকার যার নেতৃত্বে ছিলেন বেগম খালেদা জিয়া। ৬ জানুয়ারি ২০০৯ সালে আবারও ক্ষমতায় আসে মহাজোট সরকার। সেই থেকে আজ পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাপলা চত্বর গণহত্যা: ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ যাদের বিরুদ্ধে অভিযোগ হেফাজতের
খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ জানাল সৌদি আরব
শেখ হাসিনা বাকশাল ২.০ কায়েম করতে চেয়েছিলেন: সাকি
খুনি হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের প্রশ্নই আসে না: সারজিস