• ঢাকা শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১
logo

ছয় মাসের জন্য স্থগিত ঢাকা উত্তরের উপনির্বাচন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জানুয়ারি ২০১৮, ২৩:১৪

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচন ও ১৮ ওয়ার্ডের নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন আদালত।

মঙ্গলবার রাতে স্থগিতাদেশের কপি হাতে পেয়ে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এদিকে চার মাসের জন্য স্থগিত করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটির ১৮ ওয়ার্ডের নির্বাচন।

নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দীন বলেন, আমরা আদালতের লিখিত রায়ের একটি ফটোকপি সংগ্রহ করেছি। এতে ডিএনসিসি নির্বাচন ছয় মাস ও ডিএসসিসি নির্বাচন চার মাস স্থগিত করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।

এর আগে ১৭ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছিলেন আদালত।

উত্তরের মেয়র আনিসুল হকের মৃত্যুর পর ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদসহ ঢাকার দুই সিটি করপোরেশনে নতুন যুক্ত হওয়া ১৮টি করে ৩৬টি সাধারণ ওয়ার্ড এবং ৬টি করে ১২টি সংরক্ষিত ওয়ার্ডের ভোট হওয়ার কথা ছিল।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পশ্চিমবঙ্গের উপনির্বাচনে বিজেপির ভরাডুবি, তৃণমূলের বাজিমাত 
ঢাকা উত্তর বিএনপির সভাপতি ও সম্পাদক হওয়ার দৌ‌ড়ে এগি‌য়ে যারা
ঢাকা উত্তর সিটি করপোরেশনে চাকরি, নেবে ১৫৮ জন
ঢাকা উত্তর সিটিতে আতিক আমলের নিয়োগ বাতিল