• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

এবার চবি ও সিলেটে ছাত্রলীগের হামলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জানুয়ারি ২০১৮, ১৭:২২

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার পর আজ বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সিলেটেও বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে অন্তত ২২ জন আহত হয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি ধীষণ প্রদীপ চাকমা আরটিভি অনলাইনকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে হামলা চালানোর পর ক্যাম্পাসে আজকে কয়েকটি বামপন্থী সংগঠনের বিক্ষোভ মিছিল কর্মসূচি ছিল। মিছিল লাইব্রেরি ভবনের সামনে পৌঁছানোর পর ছাত্রলীগের কর্মীরা চড়াও হন। এতে জোটের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

আহতদের মধ্যে আছেন ফজলে রাব্বি, সৈয়দ আইরিন সুলতানা, সায়মা আকতার নিশু, রিজু এবং মির্জা ফখরুল।

ধীষণ প্রদীপ চাকমা বলেন, বেলা ১১টার দিকে চাকসু থেকে মিছিল নিয়ে বের হই। যখন আমরা প্রক্টর অফিসের সামনে যাই তখন ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ওমর ফারুকের নেতৃত্বে ছাত্রলীগ কর্মী জিসান, জুয়েল, রিসাতসহ আরও অনেকেই আমাদের ওপর রড, রামদা, লাঠিসোঁটা নিয়ে হামলা করেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ৩ শিল্পপতি
--------------------------------------------------------

এ ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা আবু তৈয়ব বলেন, আহতদের গায়ে লাঠিসোঁটার আঘাত আছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র আরটিভি অনলাইনকে বলেন, 'খবর পেয়েছি। তবে আসলে কী ঘটেছে, খতিয়ে দেখতে হবে।'

এদিকে, সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রফ্রন্ট একটি মিছিল বের করলে হামলা করে ছাত্রলীগ। তবে এতে ১২ জন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন কলেজ ছাত্রফ্রন্টের আহ্বায়ক সাদিয়া তাসনিম নওশীন।

এ বিষয়ে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন আরটিভি অনলাইনকে জানান, ‘ছাত্রফ্রন্টের মিছিলে ছাত্রলীগ বাধা দিয়েছে শুনেছি। মারামারি কিংবা আহত হওয়ার খবর শুনিনি।’

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মী হলেন রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি
দ্রোহযাত্রা থেকে নতুন কর্মসূচি ঘোষণা
ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল
ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগরের সভাপতি সালমান, সম্পাদক প্রিজম