• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

ডিএসসিসি’র ফুটপাত দখল মুক্ত অভিযান ১ ফেব্রুয়ারি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জানুয়ারি ২০১৮, ২১:১৩

আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় রাস্তা ও ফুটপাত দখল মুক্ত করতে অভিযান শুরু হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ অভিযান চলবে। জানালেন ডিএসসিসি’র মেয়র সাঈদ খোকন।

বুধবার নগর ভবনে ১২ তম করপোরেশন সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। সভায় যানজট মুক্ত শহর গড়তে কী কী পদক্ষেপ নেয়া হতে পারে সে বিষয়ে আলোচনা হয়।

সাঈদ খোকন বলেন, আমরা চেষ্টা করছি, সব পরিবহনকে এক করে রাস্তায় নামাতে হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: মুক্তিযোদ্ধাদের পাঁচটি বোনাস দেয়া হবে: মন্ত্রী
--------------------------------------------------------

আলোচনায় অংশ নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, আমি ৩ বছরে পুলিশের জন্য ব্যক্তিগত কোনো গাড়ি কেনার সুপারিশ করি নাই। কিন্তু বিআরটিএ প্রতিদিনই ব্যক্তিগত গাড়ির রেজিস্ট্রেশিন দিচ্ছে। এতো গাড়িকে রেজিস্ট্রেশন দিলে যানজট নিরসন সম্ভব নয়।

বুয়েটের অধ্যাপক ড. শামসুল হক বলেন, মানুষকে প্রাইভেট গাড়ি কেনা থেকে বিরত রাখতে হবে। এজন্য প্রথম উদ্যোগ হতে হবে মানসম্মত গণপরিবহন ব্যবস্থা। মানসম্মত গণপরিবহন থাকলে যাত্রীরা সেসবে চলাচলে আগ্রহী হবে। গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারলে কোন দিন যানজট কমবে না।

করপোরেশন সভায় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলালসহ কাউন্সিলররা।

আরও পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর বেশির ভাগ ফুটপাত দখলে, যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা
ফুটপাতে উধাও মুজিব কোট
ডিএসসিসির সাবেক মেয়র তাপসকে দুদকে তলব
ফুটপাতের ৫০০ স্ল্যাব চুরি, ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল