• ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

সাতরাস্তা-কারওয়ান বাজার সড়কের নাম `আনিসুল হক সড়ক’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জানুয়ারি ২০১৮, ১৫:৩৪

ঢাকা উত্তর সিটি করপোরেশনের(ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের নামে নামকরণ করা হয়েছে সাতরাস্তা-কারওয়ান বাজার সড়কটি। ২১তম করপোরেশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা উত্তরের উন্নয়নে মেয়র আনিসুল হকের অনেক ছোঁয়া রয়েছে। সাতরাস্তা-কারওয়ান বাজার সড়ক পুনরায় যাতায়াত উপযোগী ও উন্নয়নে তার অবদান অস্বীকার্য। তাই এ রাস্তাটি প্রয়াত মেয়রের নামে নামকরণ করা হয়েছে।

এ ছাড়া এ সভায় বারিধারা পার্ক রোডের নাম 'নরোদম সিহানুক সড়ক' এবং গুলশান-২ রাজউক সেন্ট্রাল পার্কের নাম 'শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক' নামকরণ করা হয়েছে। উত্তরের বিভিন্ন সড়ক, পার্ক, মার্কেট ও কমিউনিটি সেন্টারের নতুন নামকরণের সিদ্ধান্ত দেয়া হয়েছে।

৩০ নভেম্বর সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালির এক ধর‌নের প্রদাহ) আক্রান্ত হয়ে মারা যান মেয়র আনিসুল হক।

১৯৫২ সালের ২৭ অক্টোবর নোয়াখালীতে জন্মগ্রহণ করেন আনিসুল হক। শৈশব কেটেছে নানাবাড়ি ফেনী জেলার সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন তিনি।

আশির দশকে টেলিভিশন উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা পান আনিসুল হক। ১৯৯১ সালের নির্বাচনের পূর্বে বিটিভিতে শেখ হাসিনা ও খালেদা জিয়ার মুখোমুখি একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন তিনি। ২০০৫-০৬ সালে বিজিএমইএর সভাপতির দায়িত্ব পালন করেন।

২০০৮ সালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি নির্বাচিত হন। ব্যবসায়ী আনিসুল হক ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র নির্বাচিত হন।

আরও পড়ুন:

এমসি/জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়