জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার যুক্তি উপস্থাপন চলছে
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দুদকের যুক্তি উপস্থাপন চলছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল যুক্তিতর্ক উপস্থাপন করছেন।
মামলার হাজিরা দিতে খালেদা জিয়া মঙ্গলবার ১১টা ৫৫ মিনিটে রাজধানীর বকশীবাজার কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতে হাজির হন।
বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে এ মামলাটির বিচারকাজ চলছে।
এর আগে ২৫ জানুয়ারি এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য এদিন ধার্য করেন আদালত। ওই দিন একই আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় দ্বিতীয় মামলাটিও দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আরও পড়ুন:
এমসি/পি
মন্তব্য করুন