কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক
চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছেন বিএপির সিনিয়র নেতারা।
মঙ্গলবার বিকেল ৪টায় গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে সাড়ে ৫ টার দিকে শেষ হয়।
বৈঠকে জাপান, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড, সৌদি আরব, কুয়েত, স্পেন, ডেনমার্ক, মরোক্ক, ভ্যাটিকান, থাইল্যান্ড ও নেপালসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে ইউএসএআইডি-সহ কয়েকটি দাতা সংস্থার প্রতিনিধিরা অংশ নেয়।
এসময় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ড. আসাদুজ্জামান রিপন, সাবিহ উদ্দিন, এনাম আহমেদ চৌধুরী ও ব্যারিস্টার রুমিন ফারহানা।
বিএনপির পক্ষ থেকে রুদ্ধদ্বার এ বৈঠকটিকে দলের পক্ষ থেকে নিয়মিত ব্রিফিংয়ের অংশ বলা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন:
এমসি
মন্তব্য করুন