বিএনপি জন্ম নিয়েছে মার্শাল ল জারি করে
সংবিধান অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সহায়ক সরকার বলে কোনো সরকার গঠনের বিধান নেই। দেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। বিএনপি জন্ম নিয়েছে মার্শাল ল জারি করে সংবিধান লঙ্ঘন করার মাধ্যমে অবৈধ পথে, তাই অবৈধ দাবি করাটা তাদের অভ্যাস। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তানভীর ইমামের (সিরাজগঞ্জ-৫) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, কোনও নিয়মনীতি অনুসরণ না করে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন। জিয়াউর রহমানের আমলে ভোটারবিহীন গণভোট করেছিল বিএনপি এবং এবং সরকার গঠন করে। কোর্টের রায়ে পরবর্তীতে তার ওই কর্মকাণ্ড অবৈধ ঘোষিত হয়েছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: হাইকোর্ট এলাকায় সতর্ক অবস্থানে পুলিশ
--------------------------------------------------------
শেখ হাসিনা বলেন, ১৯৯১ সালে বিএনপি মাগুরা ও ঢাকার উপ-নির্বাচনে নজিরবিহীন কারচুপি করেছিল। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন করে অবৈধ সরকার গঠন করে বিএনপি। ২০০৬ সালে বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের স্পষ্ট রূপরেখা থাকা সত্ত্বেও তা মানেনি বিএনপি। ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যে, বিএনপি কোনো দিনই গণতান্ত্রিক ধারাবাহিকতার পক্ষে ছিল না। তাই তারা অসাংবিধানিকভাবে সহায়ক সরকারের দাবি করে আসছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে সব সময় সমুন্নত রাখবে। সংবিধান পরিপন্থী কোনও সরকার ব্যবস্থা গ্রহণ করা হবে না।
আরও পড়ুন:
জেএইচ
মন্তব্য করুন