৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের কোনো কর্মসূচি নেই
আমরা সতর্ক থাকব, যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, জনগণকে সঙ্গে নিয়ে উদ্ভূত পরিস্থিতির সমুচিত জবাব দেয়া হবে। তবে ৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো কর্মসূচি দেয়া হবে না। বললেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে একটি নির্মাণ কাজের চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমরা সরকারে আছি। দেশের শান্তি ও স্থিতি বজায় রাখার দায়িত্ব আমাদের। আমাদের পক্ষ থেকে উস্কানিমূলক কিছুই হবে না। এই দিন কর্মসূচির প্রয়োজন নেই আমাদের।
--------------------------------------------------------
আরও পড়ুন: ভালোবাসার গল্প লিখে পুরস্কার!
--------------------------------------------------------
তিনি আরও বলেন, ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন ঠিক করেছেন আদালত। এ মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসামি। রায় নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হবার শঙ্কা রয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে ‘মিথ্যা’ মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে রায় হলে জনগণ তা মানবে না। এটি সম্পূর্ণ রাজনৈতিক মামলা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ৮ ফেব্রুয়ারি নাশকতা জাতীয় কিছু করা হলে জনগণকে সাথে রেখে উদ্ভূত পরিস্থিতির সমুচিত জবাব দেয়া হবে।
তিনি বলেন, এ ধরনের ঘটনাকে আস্কারা দিলে ভবিষ্যতে আরও ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। সেই কারণে সরকার এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না।
আরও পড়ুন:
জেএইচ
মন্তব্য করুন