• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাংলা ভাষার ব্যাপ্তি আরো বাড়াতে হবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৬

১৯৪৭ সালে দেশভাগের পর থেকেই বাঙালির ওপর নানা বৈষম্য ও শোষণ শুরু করে পাকিস্তানি শাসকগোষ্ঠী।

সংখ্যাগরিষ্ঠ বাংলাভাষিদের পাশ কাটিয়ে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার চক্রান্তের প্রতিবাদে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করে তৎকালীন ছাত্র ও যুবসমাজ।

মিছিলে পুলিশের গুলিতে রাজপথেই লুটিয়ে পড়েন দামাল ছেলেরা। সেদিন মায়ের ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন এদেশের সূর্য সন্তানরা।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভালোবাসার গল্প লিখে পুরস্কার!
--------------------------------------------------------

পরবর্তীতে একুশের চেতনাকে ধারণ করেই বাঙালি জাতি পেয়েছিল মুক্তির স্বাদ। আর তাই বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আরো সচেতন হবার পরামর্শ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের।

তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার। এই দিনটি আজ সারা পৃথিবীতে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। আমাদেরই দায়িত্ব বাংলাভাষার উন্নতি ও সমৃদ্ধির।

শুধু দেশে নয় সারাবিশ্বে পরিচিত করতে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার বাড়ানোর আহ্বান জানান আরেফিন সিদ্দিক।

তিনি বলেন, এখন ইন্টারেট ও কম্পিউটারের যুগ। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের বাংলা ভাষার ব্যাপ্তি ঘটাতে হবে।

পাশাপাশি ভাষার জন্য সংগ্রামের এই কাহিনীকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ নিয়ে ভারতের সংসদে যে আলোচনা হলো
ছয় ব্যাংকের জন্য ছাপানো হলো ২২৫০০ কোটি টাকা
বাংলাদেশ ইস্যুতে মোদির সঙ্গে জয়শঙ্করের বৈঠক
বাংলাদেশি জেলেকে গুলি করল মিয়ানমার নৌবাহিনী