• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

সুনামির মতো ছড়িয়ে পড়েছে মাদক: সেতুমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩৯

সুনামির মতো মাদক দেশের সব জায়গায় ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য নুরজাহান বেগমের এক সম্পূরক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশের এমন কোনো গ্রাম নেই, যেখানে মাদক ছড়িয়ে যায়নি। এই মাদক আমাদের তরুণ সমাজের একটি বড় অংশকে গ্রাস করেছে। এটা থেকে তরুণ সমাজকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।

এই বিষয়ে রাজনৈতিক নেতাদেরও ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের এসব বিষয়ে এলাকায় সচেতনতা বাড়াতে হবে।

এসময় ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের রক্ত পরীক্ষার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ড্রাইভিং লাইসেন্স দেওয়ার সময় চালকদের রক্ত পরীক্ষা করার বিষয়টি চিন্তা-ভাবনা করা হবে। কেননা একজন চালক যদি ‘রেকলেস ড্রাইভিং’ করে অর্থাৎ কোনো প্রকার বিরতি ছাড়াই ২৪ ঘণ্টা বা তার বেশি সময় গাড়ি চালায়, তবে তার দুর্ঘটনায় পতিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

তিনি বলেন, আমরা ড্রাইভারদের কাউন্সেলিংয়ের পরিকল্পনা নিয়েছি। বেসরকারি মালিকদেরও বলা হয়েছে যে তারা যেন তাদের গাড়ি চালকদের কাউন্সেলিং করেন।

কে/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদক কারবারি বাবাসহ দুই ছেলে গ্রেপ্তার
ড্রাইভিং লাইসেন্স নিয়ে সুখবর দিলো বিআরটিএ
আমাদের সকল জনশক্তি শতভাগ মাদকমুক্ত: শিবির সেক্রেটারি
আ.লীগের ২ সাবেক সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন