হেলালসহ বিএনপির ৫৮ নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর
ঢাকায় মিছিল থেকে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক এবং ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালসহ ৫৮ নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর করলেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আহসান হাবীব তাদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের মামলায় ৬৭ জনকে আদালতে হাজির করে রিমান্ড চায় পুলিশ। অপরদিকে আসামিদের আইনজীবীরা জামিনের আবেদন করেন।
শুনানি শেষে রমনা থানার মামলায় গ্রেপ্তার হেলালসহ ৩১ জনের পাঁচদিন এবং শাহবাগ থানার আলাদা দুই মামলায় ২৭ জনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। সাতজন নারী এবং দুইজন অসুস্থ আসামির রিমান্ড আবেদন নাকচ করে দেওয়া হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানী ঢাকায় হাইকোর্টের কদম ফোয়ারার মোড়ে বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও প্রিজন ভ্যানের তালা ভেঙে আটক দুই কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।
পুলিশ দাবি করে, মঙ্গলবার বিকেল পৌনে চারটায় বিএনপির নেতা-কর্মীরা মিছিল থেকে অতর্কিতে হামলা চালায়। প্রিজন ভ্যান ভাঙচুর করে বিএনপির আটক দুই কর্মীকে ছিনিয়ে নেয়। এসময় পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার(এডিসি) আশরাফুল আজিমসহ কয়েকজন আহত হন।
কে/ এমকে
মন্তব্য করুন