• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

শাহজালাল বিমানবন্দরে দেয়ালধস, হতাহতের আশঙ্কা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৩৭

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসের পাশে দেয়াল ধসে পড়েছে। এতে বেশ কয়েকজন আটকা পড়ে আছেন। এ ঘটনায় কয়েকজন হতাহত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

উদ্ধারে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজে অংশ নিয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দেয়ালের নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনও জানা যায়নি।

মঙ্গলবার সকালে সিভিল এভিয়েশন ভবনের পাশে কাস্টমস হাউজের ড্রেনের কাজ করার সময় এ দেয়াল ধসে পড়ে।

বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আজম মিয়া জানান, মঙ্গলবার সকাল ১১ টার দিকে কাস্টমস অফিসের পাশের একটি দেয়াল ধসে পড়ে। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহজালাল বিমানবন্দরে প্রবেশের সব পাস স্থগিত
শাহজালাল বিমানবন্দরে ভেঙে পড়ল কুয়েত এয়ার ওয়েজের প্লেনের দরজা
আজ থেকে শাহজালাল বিমানবন্দরের আশপাশ ‘নীরব এলাকা’
শাহজালাল বিমানবন্দরের দেড় কিলোমিটার ‘নীরব এলাকা’ ঘোষণা