• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

প্রধানমন্ত্রী ইতালি যাচ্ছেন ১১ ফেব্রুয়ারি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১১:১৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ ফেব্রুয়ারি (রোববার) ইতালি ও ভ্যাটিকান সিটি সফরে যাবেন। সফরে তিনি রোমভিত্তিক ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্টের বার্ষিক গভর্নিং কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, রোমভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্টের (ইফাড) বার্ষিক কাউন্সিলে যোগ দিতে ইতালির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শেখ হাসিনা এ সফরে যাচ্ছেন। আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি এ কাউন্সিল অনুষ্ঠিত হবে।

সফরকালে শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেনতিলনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও পরিবেশ খাতে সহযোগিতা বিষয়ে আলোচনা হবে।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাটিকান সিটি সফরে যাবেন এবং ভ্যাটিকান রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করবেন। ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন:

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে: সোহেল তাজ
শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, এ কথা কি সত্যিই বলেছেন ট্রাম্প?
মীর জাফরের সঙ্গে আ.লীগের মিল রয়েছে: পিনাকী ভট্টাচার্য
আবারও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি আমারাসুরিয়া