• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিশৃঙ্খলা হলে কঠোরভাবে দমন করবে পুলিশ : আইজিপি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৪

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে কোনও ব্যক্তি বা গোষ্ঠী নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করলে পুলিশ কঠোরভাবে তা দমন করবে। পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বললেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বুধবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে আইজিপি এসব কথা বলেন।

তিনি বলেন, গণগ্রেপ্তার নয়, নির্দিষ্ট অভিযোগর ভিত্তিতে গ্রেপ্তার চলছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: বৃহস্পতিবার ছয় বছর পর বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী
--------------------------------------------------------

এর আগে সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, যেকোন পরিস্থিতি মোকাবিলায় দেশের আইনশৃঙ্খলা বাহিনী সব সময় প্রস্তুত রয়েছে। দেশের জনগণ বিশৃঙ্খলা পছন্দ করে না। কেউ যদি নাশকতা সৃষ্টি করে, জনগণের চলাচলে বাধা সৃষ্টি করতে চায়, তাহলে জনগণের জানমাল রক্ষায় পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে।

এদিকে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে দেশের বিভিন্ন স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন:

এমসি/জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
মার্কিন দূতাবাসে খালেদা জিয়া
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস
খালেদা জিয়ার বিদেশযাত্রা নিয়ে যে তথ্য জানা গেল