রায়ের সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা নেই: কাদের
কেউ আইনের ঊর্ধ্বে নয়, রায়কে কেন্দ্র করে বিএনপি অপরাজনীতি করছে। রায়ের সঙ্গে সরকারের কোন সংশ্লিষ্টতা নেই। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার সন্ধ্যা ৬টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি অপরাজনীতি করছে।
সংবাদ সম্মেলনের শুরুতেই ওবায়দুল কাদের খালেদার অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত মামলার লিখিত তথ্যচিত্র তুলে ধরেন।
তিনি বলেন, রায়ের আগে সংবাদ সম্মেলন ডেকে মায়া কান্না করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আদালতের বিচারের আগে সংবাদ সম্মেলন করা পৃথিবীর ইতিহাসে নেই। খালেদা জিয়া বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ-প্রশাসনের মধ্যে আমাদের লোক আছে। তাহলে খালেদা কেন ভয় পাচ্ছেন।
ওবায়দুল কাদের বলেন, খালেদাকে নির্মূল করার বাসনা আমাদের নেই। শেখ হাসিনার ওপর খালেদা জিয়া এতো প্রতিহিংসা পরায়ণ হওয়ার পরও আওয়ামী লীগ কিছুই করেনি। বাংলাদেশের ইতিহাসে অনেক মামলার রায় হয়েছে। তিনি কিভাবে নিশ্চিত হলেন তার বিরুদ্ধে কী রায় হবে। কেন তিনি ধরে নিচ্ছেন তার বিরুদ্ধে নেতিবাচক রায় হবে।
কাদের বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনেকগুলো ইনফরমেশন আছে। বিএনপি নাশকতা করার সরঞ্জাম জড়ো করছে এবং নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে। এ তথ্যের ভিত্তিতে জনগণের নিরাপত্তা রক্ষা করার জন্য পুলিশকে সতর্ক হতে হয়েছে।
সাধারণ সম্পাদক বলেন, এ মামলার রায় নিয়ে অপতৎপরতা চালানো হলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। আমরা কোনো সহিংসতা সহ্য করব না। সহিংসতার মাধ্যমে নাশকতা করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।
আরও পড়ুন:
এমসি/এসএস
মন্তব্য করুন