• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

আদালত চত্বরে কঠোর নিরাপত্তাবেষ্টনী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১০:০৯

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় আজ বৃহস্পতিবার। রায়কে ঘিরে বকশীবাজারের বিশেষ আদালত ও এর আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছেন।

রাজধানীর বকশিবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ আদালতের প্রবেশের পথে স্ক্যানার বসানো হয়েছে। যাচাই-বাছাই করে তালিকায় নাম দেখে তল্লাশির পর আদালত প্রাঙ্গণে ঢুকতে দেয়া হচ্ছে আইনজীবী ও অন্যান্যদের।

নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ-র‌্যাবের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য নিয়োজিত আছেন।

রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে রাজধানীতে ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: আদালতে আসামি সলিমুল ও শরফুদ্দিন
--------------------------------------------------------

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জরুরি বিজ্ঞপ্তিতে নগরবাসীর উদ্দেশ্যে জানিয়েছিল, ৮ ফেব্রুয়ারি ভোর ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ছড়ি বা লাঠি, ছুরি, চাকু বা ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে এ মামলা করেন দুদক। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকবেন খালেদা জিয়া। মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন:

এমসি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজমীর শরীফের নিচে মন্দির থাকার দাবি, খতিয়ে দেখতে বলল আদালত
আইনজীবী হত্যা, আদালত বর্জনসহ যেসব সিদ্ধান্ত নিলো আইনজীবী সমিতি
বুধবার চট্টগ্রাম আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড