• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে বিএনপি সমর্থকদের হামলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৪০

খালেদা জিয়ার রায়ের ঘোষণার প্রতিক্রিয়ায় লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে হামলা চালিয়েছে বিএনপি সমর্থকরা।

গতকাল বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে।

খোঁজ নিয়ে জানা যায়, শতাধিক বিএনপি কর্মী ব্যানার এবং প্ল্যাকার্ড নিয়ে হাই কমিশন চত্বরে জমায়েত হয়। এসময় তাদেরকে ‘খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’ ‘আমাদের নেত্রীকে জেলে যেতে দেব না’ স্লোগান দিতে দেখা যায়।

বিএনপি’র লন্ডন শাখার সভাপতি এমএ মালিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কিছু আন্দোলনকারী হাই কমিশনে প্রবেশ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পুড়িয়ে ফেলেন।
--------------------------------------------------------
আরও পড়ুন: এক এতিমখানা নিয়ে এতো তোলপাড়?
--------------------------------------------------------


তিনি আরো বলেন, আমরা শান্তিপূর্ণ দাবি নিয়ে হাইকমিশনে গিয়েছিলাম স্মারকলিপি জমা দেয়ার জন্য। কিন্তু হাইকমিশনের কর্মকর্তারা সেটি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে হাইকমিশনের এক কর্মচারী জানান, আন্দোলনকারীরা খুবই আক্রমনাত্মক অবস্থায় ছিল। তারা দূতাবাসের কর্মচারীদের মারার হুমকি দেয়।

স্থানীয় সময় দুইটা ৩০ মিনিটে শুরু হয়ে আন্দোলনকারীরা দুই ঘন্টার মতো অবস্থান করে হাইকমিশনে।

তিনি আরো জানান, পুলিশ একজন আন্দোলনকারীকে স্মারকলিপি দেয়ার জন্য ভিতরে ঢোকার অনুমতি দেয়ার পরও জোর করে ১০-১২ জন পুলিশি বাধা উপেক্ষা করে হাইকমিশনের ভেতরে প্রবেশ করেন।

ঘটনাস্থল থেকে লন্ডন মেট্রোপলিটন পুলিশ বিএনপি স্বেচ্ছাসেবক দলের লন্ডন শাখার সভাপতি নাসির আহমেদকে গ্রেফতার করা হয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় আজ বৃহস্পতিবার। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকবেন খালেদা জিয়া। বেলা ১১টার দিকে তিনি আদালতে পৌঁছাবেন।

আরও পড়ুন:

কেএইচ/এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংকট মোকাবিলায় প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যের আহ্বান
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন ফখরুল
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা আমাদের আমানত: টুকু
ছাত্ররা যখন পারছিল না, তখন বিএনপি পাশে দাঁড়িয়েছে: সেলিম ভূঁইয়া