• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

রোববার খালেদার জামিন প্রক্রিয়া শুরু: ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:২০

কোর্ট শুক্র ও শনিবার বন্ধ। আশা করছি আগামী রোববার বা সোমবারের মধ্যে কাগজপত্র পাওয়া গেলে খালেদা জিয়ার জামিনের ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু হবে। জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাতে বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ফরমায়েশি, অবৈধ ও বেআইনি। খালেদা জিয়াকে যে ধারায় দণ্ড দেয়া হয়েছে, তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) ধারা নয়। তাই দুর্নীতির দায়ে খালেদা জিয়াকে অভিযুক্ত করা যায়নি।

তিনি বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং দুইবারের বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অভিযুক্ত করে প্রচারণা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। এটাকে ধিক্কার জানাচ্ছি আমরা।

নেতাকর্মীদের উদ্দেশে খালেদা জিয়া নিজেই বলে গেছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আপনারা শান্ত থাকবেন। আপনারা ধৈর্য হারাবেন না। আমার মুক্তির জন্য বা গণতন্ত্রের জন্য বা আসন্ন নির্বাচনের জন্য আমাদের যে আন্দোলন, তা হলো শান্তিপূর্ণ ও সম্পূর্ণ অহিংস।

এই রায়কে ঘিরে সারাদেশে বিএনপির সাড়ে তিন হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি এসময়।

এর আগে বিকেলে আন্তর্জাতিক গণমাধ্যমকে দেশের সার্বিক পরিস্থিতি এবং খালেদা জিয়ার রায় নিয়ে ব্রিফিং করে বিএনপি।

এসময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই রায় দেয়া হয়েছে খালেদা জিয়াকে আগামী নির্বাচন থেকে সরিয়ে রাখতে।

কে/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদদের আত্মত্যাগের সঙ্গে বেঈমানি জাতি সহ্য করবে না: শিবির সেক্রেটারি
অপচেষ্টা রুখতে সরকারকে শক্তি প্রয়োগ করতে হবে: সাকি
সংকট মোকাবিলায় প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যের আহ্বান
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন ফখরুল