• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

মশা মারার ফাঁদ বানিয়ে বুক অব রেকর্ডসে হামিদ

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া থেকে

  ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৭

মশা মারার ফাঁদ বানিয়ে এবার প্রথম বাংলাদেশি হিসেবে মালয়েশিয়ায় স্বীকৃতি পেয়েছেন এইচইসি মসকিটো কিলারের উদ্ভাবক এম এ হামিদ। বিশ্বের সবচেয়ে বড় পরিবেশবান্ধব ‘মসকিটো ট্র্যাপ’ বানিয়ে মালয়েশিয়ান বুক অব রেকর্ডসে নাম লিখিয়েছেন তিনি।

৬ দশমিক ৩৪ মিটার উঁচু ও ৩ দশমিক ৪ মিটার চওড়া ইকো ফ্রেন্ডলি মসকিটো ট্র্যাপ বানানোর মাধ্যমে তিনি এ তালিকায় অন্তর্ভুক্ত হলেন।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চেরাসে টুফাম ব্রাদার্স আয়োজিত এক অনুষ্ঠানে যন্ত্রটির রেকর্ড বুকে স্থান পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মালয়েশিয়ান বুক অব রেকর্ডস কর্তৃপক্ষ।

ওই কর্তৃপক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তা নুর আশিকিনী রামলি এম এ হামিদের হাতে রেকর্ডসের সনদ হস্তান্তর করেন। এসময় যন্ত্রটি প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজক টু-ফাম ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক রতন সেন ও টু-ফাম ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ উদ্দিন মিরান, বিকে সুরিয়ার ব্যবস্থাপনা পরিচালক রাফিদা রামলি প্রমুখ উপস্থিত ছিলেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: কারাগারে এখনো ডিভিশন পাননি খালেদা জিয়া: মওদুদ
--------------------------------------------------------

সবচেয়ে বড় পরিবেশবান্ধব বলে এ স্বীকৃতি দেয়া হয়েছে বলে জানান দ্য মালয়েশিয়ান বুক অফ রেকর্ডস এর জ্যেষ্ঠ গবেষক নুর আসিকিনী রামলি।

কাজের স্বীকৃতি পেয়ে এম এ হামিদ বলেন, পাঁচ বছর ধরে গবেষণার ফসল আজ আমার এ স্বীকৃতি। এ প্রাপ্তি আমার ব্যক্তিগত নয়, পুরো বাংলাদেশের। খুব শিগগির-ই তার উদ্ভাবিত পরিবেশবান্ধব এইচইসি মসকিটো ট্রাপ বিশ্বের বেশ কয়েকটি দেশে বাজারজাতকরণ হবে বলে জানান তিনি।

বিজ্ঞানী হামিদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া গ্রামে। তার উদ্ভাবিত মশা মারার যন্ত্রটি গত বছরের ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের স্বীকৃতি পায়।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাঁদে পা দেব না: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
মালয়েশিয়ায় বাংলাদেশের ৫৩তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
বিজয়ের মাসে আসছে মৌসুমীর ‘নয়া মানুষ’
বিচ্ছেদের গুঞ্জনে চটেছেন মৌসুমী হামিদ