‘দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে উন্নয়ন সহযোগীদের সাড়া পাওয়া যায়নি’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আরিচা-দৌলতিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ফেনী-১ আসনের সংসদ সদস্য বেগম শিরীন আখতারের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এর আগে স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
সেতুমন্ত্রী বলেন, ‘এরই পদক্ষেপ হিসেবে প্রাথমিক উন্নয়ন প্রকল্প ছক বা পিডিপিপি সম্প্রতি পরিকল্পনা কমিশন কর্তৃক নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। এ সেতু নির্মাণে উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের কাছে অর্থ সহায়তা চাওয়া হয়েছে। এখনও কোনো সাড়া পাওয়া যায়নি।
তবে মাওয়া-জাজিরা অবস্থানে প্রথম পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।’
তিনি আরও বলেন, মাওয়া-জাজিরা অবস্থানে পদ্মা সেতু প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ৫১ শতাংশ।
ইতোমধ্যে সেতুর দুটি স্প্যান বসানো হয়েছে এবং আগামী মার্চ মাসে আরো একটি স্প্যান বসানো হবে।
অবশিষ্ট স্প্যানগুলো পর্যায়ক্রমে বসানোর মাধ্যমে যথাসময়ে এ সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করা যায়।
এসজে/এমকে
মন্তব্য করুন