আইনজীবী নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক আজ
আইনজীবী নেতাদের সঙ্গে বৈঠক করবে বিএনপি। দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বৈঠক ডেকেছেন।
আজ (শুক্রবার) বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৫টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বৈঠকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন ও মুক্তির জন্য বিষয়ে আলোচনা হতে পারে।
গেলো কয়েকদিন ধরে বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় আইনজীবী নেতাদের সঙ্গে এই বৈঠকে বসছে বিএনপি।
বৃহস্পতিবার বিএনপি সমর্থিত পেশাজীবী নেতাদের সঙ্গে বৈঠক করেন দলটির সিনিয়র নেতারা। রুদ্ধদ্বার এই বৈঠকে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান মোবাইল ফোনের মাধ্যমে যুক্ত হন।
বৈঠকে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার কারান্তরীণের পর দলের কর্মকৌশল কি হওয়া উচিৎ তা নিয়ে পেশাজীবী নেতারা পরামর্শ দেন।
বুধবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। গেলো ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালত। রায়ের পর পরই খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে রাখা হয়েছে।
জেএইচ
মন্তব্য করুন