বাংলাদেশ- মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক বিকেলে
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে বসবেন সফররত মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল খ শোয়ে।
আজ (শুক্রবার) বিকেল তিনটায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণায়ের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
রোহিঙ্গাসহ দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৈঠকে সফররত মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল খ শোয়ে ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন, ইয়াবাসহ মাদক দ্রব্য চোরাচালান বন্ধ ও সীমান্তে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে।
নাফ নদীর সীমান্ত সমস্যা নিয়েও আলোচনার কথা রয়েছে।
অপরদিকে মিয়ানমারের পক্ষ থেকে ইতোপূর্বে দেয়া তালিকা অনুযায়ী আরাকান সেলভেশন আর্মি-আসরার সদস্যদের আটক ও হস্তান্তরের বিষয়টি উত্থাপন হতে পারে আজকের বৈঠকে।
আরও পড়ুন:
- পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার ৭৭তম জন্মদিন আজ
- আইনজীবী নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক আজ
- নিজের লেখা ৪ বইয়ের মোড়ক উন্মোচন করলেন এরশাদ
এসজে/জেএইচ
মন্তব্য করুন