আমরা কি পাগল হয়েছি, খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবো?
আমরা কি পাগল হয়েছি, যে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবো? আমরা নির্বাচনে আসবো না এটা কি বলেছি? আমরা নির্বাচনে আসবো, খালেদা জিয়াকে মুক্ত করে নিরপেক্ষ সরকার নিশ্চিত করে তার নেতৃত্বেই নির্বাচনে আসবো। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরামের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মোশাররফ বলেন, ওবায়দুল কাদের বলেছিলেন বিএনপি শক্তিশালী হলে নির্বাচনে আসতে সমস্যা কী, বিএনপির শান্ত কর্মসূচি দিচ্ছে, কোনও জ্বালাও -পোড়াও করছে না। সরকার যেটা ভেবেছিল, বিএনপি তা করে নাই। আর এতেই ওবায়দুল কাদের সাহেবের মাথা ব্যথা হয়েছে। এসব চিন্তা কেন করেন? সরকার যত উস্কানি দিক না কেন আমরা খালেদা জিয়াকে মুক্ত করতে ও নিরপেক্ষ নির্বাচনের জন্য শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো। বিএনপি কী কর্মসূচি দেবে, না দেবে সেটা বিএনপি ঠিক করবে, ওবায়দুল কাদের না।
তিনি বলেন, সরকার খালেদা জিয়াকে ‘অপরিচ্ছন্ন’ ও ‘সাধারণ’ কারাগারে রেখে আইনের অপব্যবহার করেছে। এ জন্য তাদেরকে একদিন জবাব দিতে হবে। সরকার মিথ্যা মামলায় খালেদা জিয়াকে জেলে দিয়ে তাকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করতে চেয়েছিল। কিন্তু জনগণ তা বিশ্বাস করে নাই। তাই তাকে নেত্রী থেকে দেশ মাতা হিসেবে আখ্যায়িত করেছে।
আয়োজক কমিটির সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এনডিপি যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম প্রমুখ।
আরও পড়ুন:
- ‘বিএনপির চেয়ারম্যান করার মতো দেশে একটা লোকও নেই?’
- ‘বিএনপি এখন আরো শক্তিশালী, নির্বাচনে যেতে অসুবিধা কী?’
এমসি/জেএইচ
মন্তব্য করুন