‘একদম চুপ, কথা বলবি তো শেষ করে দেব’
পেশাগত পরিচয় দেয়ার পরও এক সাংবাদিককে পিটিয়েছে পুলিশ। নির্যাতনের শিকার ওই সাংবাদিকের নাম কিরণ শেখ। তিনি বাংলাদেশ জার্নালের নিজস্ব প্রতিবেদক।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে এ ঘটনা ঘটে।
সাংবাদিক কিরণ শেখ জানান, বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচির সংবাদ সংগ্রহে সকালে নয়াপল্টনে আসি।
বিএনপির কার্যালয়ের সামনে আসামাত্রই পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কুবায়েরের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য আমাকে চারদিক থেকে ঘিরে ফেলে, পরিচয় জানতে চান।
তিনি বলেন, আমি পেশাগত পরিচয়পত্র দেখাতেই গালাগাল করতে থাকেন। প্রতিবাদ করলে কিল-ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেন। পরে শার্টের কলার ধরে টেনে তুলে আবারও পেটান।
কিরণ শেখ আরও বলেন, কেন মারছে, জানতে চাইলে নির্যাতন আরও বেড়ে যায়। গাল ধরে থাপ্পড় মেরে বলা হয়- একদম চুপ কর, কোনো কথা বলবি তো শেষ করে দেব।’
ঘটনার খবর পেয়ে নয়াপল্টন কার্যালয়ের সামনে কর্তব্যরত অন্যান্য গণমাধ্যমকর্মীরা গেলে কিরণ শেখকে ছেড়ে দেয়া হয়।
পরে এ বিষয়ে মতিঝিল জোনের সহকারি কমিশনার আরিফুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, এটা অপ্রত্যাশিত। আমরা দুঃখ প্রকাশ করছি। এডিসি স্যারও সরি বলেছেন। এরপরতো আর কিছু বলার থাকে না।
আরও পড়ুন:
এসজে/পি
মন্তব্য করুন