• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সমাবেশ রোববার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ মার্চ ২০১৮, ২২:৫৪

বিজ্ঞান লেখক, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করার ঘটনায় দেশব্যাপী নিন্দার ঝড় বইছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের সাংস্কৃতিক সংগঠনগুলোর বৃহত্তম ফোরাম সম্মিলিত সাংস্কৃতিক জোট। ন্যক্কারজনক এই ঘটনার প্রতিবাদে আগামীকাল রোববার বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রিয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে সাংস্কৃতিক জোট।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেশের মুক্তচিন্তার মানুষদের ওপর এমন প্রকাশ্য হামলার নিন্দা জানানোর ভাষা আামার জানা নেই। আমরা সংস্কৃতিকর্মীরা এই ঘটনার প্রতিবাদে আগামীকাল শহিদ মিনারে সমাবেশ করবো। আমাদের দাবি ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এমন ঘটনা যেন আর দেশে না ঘটে, আমরা তার নিশ্চয়তা চাই।

উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান চলাকালীন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করা হয়। মঞ্চে বসে থাকার সময় পেছন থেকে তার মাথায় ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়। তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা।

আরও পড়ুন:

কে/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ-মানববন্ধন
রোববার গ্যাস থাকবে না যেসব এলাকায়
হামলার প্রতিবাদে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
নতুন নির্বাচন কমিশন শপথ নিতে যাচ্ছে রোববার