• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

মাঝ আকাশে হঠাৎ ইউএস-বাংলার ইঞ্জিন বিকল!

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৪ মার্চ ২০১৮, ১৮:৫৩

হঠাৎ ইঞ্জিন বিকল হওয়ার কারণে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিমান ঢাকায় হজরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বলে খবর পাওয়া গেছে।

উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় আভ্যন্তরীণ রুটের বিমানটি জরুরি অবতরণ করতে হয়। বিমানটি ঢাকা থেকে যশোর যাচ্ছিল।

বেসরকারি বিমান সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একটি সংবাদ মাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ৭১ জন যাত্রী, কেবিন ক্রু ও দুই পাইলটের সবাই অক্ষত আছেন।

ওই কর্মকর্তা জানান, আজ স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে বিমানটি টারমার্ক থেকে যশোরের উদ্দেশে আকাশে ওঠে। এরপরই দেখা যায়, বিমানের একটি ইঞ্জিন কাজ করছে না। ফলে তা পথ পরিবর্তন করে এবং উড্ডয়নের ৫০ মিনিট পরে জরুরি ভিত্তিতে বিমানবন্দরে অবতরণ করে।

তবে পরে ওই যাত্রীদের অন্য একটি বিমানে করে যশোরে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আরটিভি অনলাইন থেকে এয়ারলাইনসটির সঙ্গে সংশ্লিষ্ট ৩টি ফোন নম্বরে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘শান্তিকালীন পদক’ পেলেন বিমানবাহিনীর ৩৯ সদস্য
দুদকের মামলায় বিমানের ৫ কর্মকর্তা কারাগারে
সাংবাদিক নূরুল কবিরকে হয়রানি, অভিযুক্তকে প্রত্যাহার
সাংবাদিক নূরুল কবিরকে হয়রানি, তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার