• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

দেশে ফিরলেন সৌদিতে নির্যাতিত ২৩ নারী গৃহকর্মী

আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ মার্চ ২০১৮, ০৮:৫৬

দেশে ফিরলেন সৌদি আরবে নির্যাতনের শিকার ২৩ নারী গৃহকর্মী। সোমবার বিকেল সাড়ে চারটায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি আরব থেকে ঢাকা এসে পৌঁছান তারা।

দেশ ফেরত ওই নারীরা গৃহকর্মী হিসেবে কাজ করতে সৌদি আরব গিয়েছিলেন। কর্মস্থলে বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেন তারা। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত আনা হয়।

হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাদেরকে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়। তাদের খাবার দাবার না দেয়া, বেতন কম দেয়া ও মারধর করা হতো বলে অভিযোগ করে দেশে ফিরে আসা এসব নারী।

ফিরে আসা এক নারী বলেন, 'আমি ম্যাডামকে বলেছিলাম, কেন আমাকে এতো নির্যাতন করো? আমি ভাষা বুঝি, রাত দিন কাজ করি। মাত্র দুই ঘণ্টা ঘুমাতে দাও। তারপরেও মারধর করো কেন?'

আরেক নির্যাতিত নারী বলেন, 'শুধু মারধর করতো আমাকে। খেতে দিতো না ঠিকমতো। এছাড়া আমাকে আর কোন অত্যাচার করতো না। আমি বাসার পাশেই পালিয়ে ছিলাম। এক মহিলা আমাকে সেখান থেকে নিয়ে যায়। তার বাসায় আমি এক মাস কাজ করি। তারপর আমার মেরুদণ্ড সমস্যা দেখা দিয়েছে। আমি এখন আর কাজ করতে পারি না।'

অন্য এক নারী বলেন, 'আমার ভিসায় লেখা এক হাজার টাকা (সৌদি রিয়াল) কিন্তু আমাকের দিতো আটশ' টাকা। তাও সব টাকা আমি পাইনি।'

আরও পড়ুন:

এপি/জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে সৌদি রাষ্ট্রদূত
তারা বলেছিল আমি সৌদিতে টাকার জন্য এসেছি: রোনালদো
৯২ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম নির্মাণের ঘোষণা সৌদির
১ হাজার মুসল্লিকে ফ্রি ওমরাহ করাবে সৌদি