• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

বিমান বিধ্বস্তে নিহত কেবিন ক্রু নাবিলার মেয়ের খোঁজ মিলেছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ মার্চ ২০১৮, ১১:৫২

নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস-বাংলা বিমানের কেবিন ক্রু নাবিলার দুই বছরের মেয়ে ফারিকার সন্ধান পাওয়া গেছে। সে তার খালার কাছে রয়েছে।

উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ইউএস-বাংলার কেবিন ক্রু নাবিলার মেয়েকে নিয়ে গৃহকর্মী পালিয়েছে গেছে বলে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন ওই শিশুটির দাদি। এ ঘটনায় গৃহকর্মীকে আটক করা হয়েছিল। পরে জানা যায় শিশুটিকে তার খালা নিজ বাসায় নিয়ে গিয়েছেন। ফারিকা তার খালার কাছে হেফাজতে রয়েছে।

জানা যায়, ফারিকার বাবা দেশের বাইরে থাকায় নাবিলা ওই গৃহকর্মীর কাছে শিশুটিকে রেখে ফ্লাইটে যেতেন। নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে দুর্ঘটনার খবর পাওয়ার পর দাদি ও চাচি ফারিকাকে আনতে গেলে বাসাটি খালি পান। পরে তারা উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডাইরি করেন।

কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সোমবার দুপুরে ওই দুর্ঘটনায় বিমানটির ৭১ আরোহীর মধ্যে ৫০ জন নিহত হন। আহতদের নেপালের পাঁচটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এমসি/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ
বিমান বিধ্বস্ত হয়ে আসাদের মৃত্যুর গুঞ্জন!
ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত
থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত, কারও বেঁচে না থাকার আশঙ্কা