চলচ্চিত্র তরুণ প্রজন্মকে আলোড়িত করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, ‘চলচ্চিত্র শক্তিশালী শিল্পমাধ্যম। যার মধ্য দিয়ে একটি জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আর্থ-সামাজিক ও রাজনৈতিক জীবনের চিত্র প্রতিফলিত হয়। সমাজে ঘটে যাওয়া নানা অসংগতি, আনন্দ-বেদনা, প্রেম-বিরহ, চাওয়া-পাওয়ার নানাচিত্র স্পষ্ট হয়ে ধরা দেয়। চলচ্চিত্র তরুণ প্রজন্মকে আলোড়িত করে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী করে তোলে।’
আজ মঙ্গলবার জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি একথা বলেন।
--------------------------------------------------------
আরও পড়ুন: বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলারের দুই যাত্রী নিহত
--------------------------------------------------------
তিনি আরও বলেন, ‘জীবনঘনিষ্ঠ চলচ্চিত্র, নির্মল বিনোদনের পাশাপাশি সমাজ উন্নয়ন, শিক্ষার প্রসার ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অপরদিকে অশ্লীল ও নিম্নরুচির চলচ্চিত্র যুব সমাজের নৈতিক অবক্ষয় ঘটানোসহ সমাজে বিরূপ প্রভাব ফেলতে পারে। আমাদের জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে চলচ্চিত্র নির্মাণ করতে হবে। তাহলেই বিনোদনের পাশাপাশি মানবিক সমাজ গঠনে চলচ্চিত্র ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।’
জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ঐতিহ্যের ভিত্তি ধরি, দেশের ছবি রক্ষা করি’। দিনটিকে ঘিরে রয়েছে নানা আয়োজন।
আরও পড়ুন:
পিআর/পি
মন্তব্য করুন