• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

ভারতে ৩৬ অবৈধ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ মে ২০১৮, ১৩:০০
ফাইল ছবি

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানে ৩৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। শনিবার পুনের গ্রাম্য পুলিশের সন্ত্রাসবিরোধী সেল এবং স্থানীয় পুলিশ স্টেশনের সমন্বয়ে গঠিত বিশেষ টিম ওই অভিযান চালায়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পুলিশ জানিয়েছে, বারমতি, বাদগাঁও নিম্বালকার, দাউন্দ এবং যাবাত শিল্প শহর থেকে এই ব্যক্তিদের আটক করা হয়েছে। তারা জানাচ্ছে, বেশ কয়েকদিন ধরে ওই ব্যক্তিদের ব্যাপারে তথ্য সংগ্রহের পর এই অভিযান চালানো হয়।

পুলিশ বলছে, ওই ৩৬ জন বাংলাদেশি গেলো ছয় মাস ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। এসময় তারা ছোট ছোট কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজও করছিলেন।

ওই ব্যক্তিরা সরকারি জাল ডকুমেন্ট যেমন আধার ও প্যান কার্ড সংগ্রহ করেছিল। পুলিশ জানাচ্ছে, ওই ব্যক্তিদের বাড়িতে অভিযানের সময় বাংলাদেশ সরকারের ইস্যুকৃত পাসপোর্ট এবং অন্যান্য ডকুমেন্টও পেয়েছেন তারা ।

পুলিশ আরও বলছে, আটককৃত ব্যক্তিরা ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্টের ধারা লঙ্ঘন করেছেন।

আরও পড়ুন :

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৭ জানুয়ারি)
বাংলাদেশ সফরে কাতার নৌবাহিনী প্রধান
ভারতের বিমানবন্দরে ২০ ঘণ্টা আটকা ২২০ বাংলাদেশি যাত্রী
ভারত থেকে এলো ৫ টন জিরা