• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

সশস্ত্র বাহিনীর ইফতারে প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ মে ২০১৮, ২৩:৩২

ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে মঙ্গলবার সশস্ত্র বাহিনী আয়োজিত ইফতার মহফিলে যোগদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি সশস্ত্র বাহিনীর সদস্য ও ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

ইফতারের আগে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণে শান্তি, প্রগতি এবং সমৃদ্ধি কামনা করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও অগ্রগতিতে দোয়া কামনা করা হয়।

মোনাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টে নিহত তাঁর পরিবারের সদস্য, মুক্তিযুদ্ধে শহীদ ও শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মার শান্তি কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্প মন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার(পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান এবং ডিপ্লোম্যাটিক কোরের ডিন জর্জ কোচারি।

আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, সংসদ সদস্যরা, ৩ বাহিনীর সাবেক প্রধান, কূটনীতিকসহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা।

এর আগে প্রধানমন্ত্রী সেনা মালঞ্চে পৌঁছালে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং ৩ বাহিনীর প্রধান তাকে অভ্যর্থনা জানান।

কে/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু
মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অবস্থা সংকটাপন্ন
শেখ হাসিনাকে ফেরত আনতে পারলে বিচারটা ভালো হবে: তাজুল ইসলাম