বাংলাদেশের জয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বৃষ্টি আইনে ১৯ রানে জয় পেয়েছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের ২-১ ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে সাকিব আল হাসানের দল। সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ও প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য জানিয়েছেন।
--------------------------------------------------------
আরও পড়ুন : বাংলাদেশের জয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন
-------------------------------------------------------
লডারহিল সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্কে উইন্ডিজদের ১৮৫ রানের লক্ষ্য ছুড়ে দেয় টাইগারবাহিনী।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭.১ ওভারে ১৩৫ রান করতে সক্ষম হয় কার্লোস ব্র্যাথওয়েট নেতৃত্বাধীন দলটি। এসময় বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর দায়িত্বরত আম্পায়ররা বাংলাদেশকে জয়ী ঘোষণা করে।
এর আগে চলতি সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হারতে হয়। তবে ওয়ানডে সিরিজ ২-১ এ জিতে নেয় সাকিব-তামিমরা।
ওয়াই/জেএইচ
মন্তব্য করুন