• ঢাকা বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১
logo

সাংবাদিকদের তিন দিনের আল্টিমেটাম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ আগস্ট ২০১৮, ২১:৫৮

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সংবাদ সংগ্রহ করার সময় সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার জন্য তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। অন্যথায় যেসব ছাত্র হামলার সঙ্গে জড়িত তাদের শিক্ষাপ্রতিষ্ঠান বা সংগঠন ঘেরাও করা হবে।

আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই ঘোষণা দেওয়া হয়।

সাংবাদিক নেতারা বলেন, পুলিশের সামনেই সাংবাদিকদের ওপর বর্বর হামলা চালানো হয়। এ সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল।

সাংবাদিক নেতারা বলেন, হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের সম্মুখিন করতে স্বপ্রণোদিত হয়ে প্রশাসনকেই এগিয়ে আসতে হবে। কারণ গণমাধ্যম আক্রান্ত হলে, আক্রান্ত হয় গণতন্ত্র। গত কয়দিনে আহত হয়েছেন অন্তত ১২জন সাংবাদিক। সাংবাদিকদের পেশাগত দ্বায়িত্ব পালনে বাধা দেওয়া আর তাদের ওপর হামলার চিত্র আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করবে বলেও মন্তব্য করেন সাংবাদিকরা।

আরও পড়ুন :

আরসি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
আল্টিমেটাম দিয়ে শাহবাগের সড়ক ছাড়লেন চিকিৎসকরা
৩ উপদেষ্টাকে আল্টিমেটাম
দুই শিক্ষার্থী হত্যা, জড়িতদের ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম