৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১৩,৭৫০ জন

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০৬ সেপ্টেম্বর ২০১৮ , ০৬:৩১ পিএম


৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১৩,৭৫০ জন

৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন(পিএসসি)।

বিজ্ঞাপন

ফল অনুসারে, এই পরীক্ষায় মোট ১৩ হাজার ৭৫০ জন পাস করেছেন। এর মধ্যে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫৩১ জন পাস করেছেন।

বৃহস্পতিবার পিএসসি’র জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, এই পরীক্ষার বিজ্ঞাপন ৮ এপ্রিল ২০১৮ তারিখে প্রকাশিত হয়। ফলাফল কমিশনের ওয়েবসাইটে(www.bpsc.gov.bd)পাওয়া যাচ্ছে। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে ফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে PSC39Registration Number লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানানো হবে।

জানা গেছে, এই বিশেষ বিসিএসে চার হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেয়া হবে।

উল্লেখ্য, গত ৩ আগস্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর ৩২টি কেন্দ্রে এই বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এই প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় ৩৭ হাজার ৫৮৩ চাকরিপ্রত্যাশী অংশ নেন। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৩ শতাংশ এবং বহিষ্কার করা হয়েছে চাকরিপ্রত্যাশী দুই পরীক্ষার্থীকে।

আরও পড়ুন :

কে/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission