ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

৪৭তম বিসিএসে পৌনে ৪ লাখ আবেদন, প্রিলি পরীক্ষা জুনে হতে পারে

আরটিভি নিউজ

সোমবার, ০৩ মার্চ ২০২৫ , ১১:২৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী জুন মাসে অনুষ্ঠিত হতে পারে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

পিএসসি বলছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ৪৭তম বিসিএসে পরীক্ষায় অংশ নিতে তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন। আবেদনের পর সফলভাবে ফি পরিশোধকারীরা বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।

পিএসসি সূত্র জানায়, প্রতিটি বিসিএসের জন্য পৃথক পৃথক রোডম্যাপ তৈরি করা হচ্ছে। ৪৭তম বিসিএসের রোডম্যাপ অনুযায়ী জুনে প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে পরীক্ষার সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।

বিজ্ঞাপন

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসে ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। ফলে ৪৭তম বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |