শাহজালাল বিমানবন্দরে ৩ কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ হাজার কার্টনে আমদানি নিষিদ্ধ ১০ লাখ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। শুল্ককরসহ এসব সিগারেটের মূল্য প্রায় ৩ কোটি টাকা।
মঙ্গলবার বিকেলে এয়ারফ্রেইট এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ড. সহিদুল ইসলাম জানান, সোমবার রাত ৯টার দিকে দুবাই থেকে আসা ইওয়াই ২৫৮ নম্বর ফ্লাইটে করে কার্গোতে সিগারেটগুলো আসে। পরে মালিক বিহীন অবস্থায় সিগারেটগুলো জব্দ করে শুল্ক গোয়েন্দার এয়ারফ্রেইট ইউনিট।
তিনি আরও জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে কার্গো কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ৫টি বড় প্লেট খুলে নিষিদ্ধ বিদেশি সিগারেট পাওয়া যায়। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন :
- ‘মাদক সম্রাট’ পৌর কাউন্সিলরের বাড়ি থেকে ইয়াবা-অস্ত্র উদ্ধার
- পদ্মায় ভাঙন: দূরের আত্মীয়রাই যখন শেষ ভরসা
এসএস
মন্তব্য করুন