• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

রোহিঙ্গা সংকট আরও ভালোভাবে সামলানো যেত: সু চি

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৪
অং সান সু চি

মিয়ানমারের রাখাইন রাজ্যে যে রোহিঙ্গা সংকট তৈরি হয়, তা আরও ভালোভাবে সামাল দেয়া যেত বলে মন্তব্য করেছেন দেশটির নেতা অং সান সু চি।

বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আসিয়ানের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এমন মন্তব্য করেন তিনি। খবর গার্ডিয়ানের।

সু চি বলেন, তার সরকার রাখাইনের পরিস্থিত আরও ভালোভাবে সামলাতে পারতো।

রাখাইন পরিস্থিতি নিয়ে আলোকপাতের পাশাপাশি এ ঘটনাকে কেন্দ্র করে জেল হওয়া দুই সাংবাদিকের আপিল করার অধিকার আছে বলেও জানান এ নেতা।

আরাকানে একটি সেনা চৌকিতে হামলার জেরে এক বছর আগে মিয়ানমার সরকার রাখাইনের মুসলিমদের ওপর দমন-পীড়ন চালায়। প্রাণে বাঁচতে প্রায় ৭ লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসে।

সু চি বলেন, তবে আমরা বিশ্বাস করি, আমরা যদি দীর্ঘ সময়ের জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতা চাই, আমাদের হতে হবে পক্ষপাতহীন। কেবল নির্দিষ্ট কোনো পক্ষকে আইনের শাসনে সুরক্ষা দেয়ার কথা আমরা বলতে পারি না।

রোহিঙ্গা সঙ্কটের এক বছর পেরিয়ে যাওয়ার পর এ বিষয়টি নিয়ে প্রথমবারের মতো ইতিবাচক কথা বললেন এই নেত্রী।

আরও পড়ুন :

এসআর/ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ৩৬ রোহিঙ্গা বাংলাদেশে, হেফাজতে নিলো বিজিবি
টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করে বিদেশি রোগীর সংকটে ভারত
রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনসহ ৭ দফা দাবিতে মানববন্ধন