রোহিঙ্গা সংকট আরও ভালোভাবে সামলানো যেত: সু চি
মিয়ানমারের রাখাইন রাজ্যে যে রোহিঙ্গা সংকট তৈরি হয়, তা আরও ভালোভাবে সামাল দেয়া যেত বলে মন্তব্য করেছেন দেশটির নেতা অং সান সু চি।
বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আসিয়ানের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এমন মন্তব্য করেন তিনি। খবর গার্ডিয়ানের।
সু চি বলেন, তার সরকার রাখাইনের পরিস্থিত আরও ভালোভাবে সামলাতে পারতো।
রাখাইন পরিস্থিতি নিয়ে আলোকপাতের পাশাপাশি এ ঘটনাকে কেন্দ্র করে জেল হওয়া দুই সাংবাদিকের আপিল করার অধিকার আছে বলেও জানান এ নেতা।
আরাকানে একটি সেনা চৌকিতে হামলার জেরে এক বছর আগে মিয়ানমার সরকার রাখাইনের মুসলিমদের ওপর দমন-পীড়ন চালায়। প্রাণে বাঁচতে প্রায় ৭ লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসে।
সু চি বলেন, তবে আমরা বিশ্বাস করি, আমরা যদি দীর্ঘ সময়ের জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতা চাই, আমাদের হতে হবে পক্ষপাতহীন। কেবল নির্দিষ্ট কোনো পক্ষকে আইনের শাসনে সুরক্ষা দেয়ার কথা আমরা বলতে পারি না।
রোহিঙ্গা সঙ্কটের এক বছর পেরিয়ে যাওয়ার পর এ বিষয়টি নিয়ে প্রথমবারের মতো ইতিবাচক কথা বললেন এই নেত্রী।
আরও পড়ুন :
- রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে ওআইসির প্রতিনিধি দল
- রোহিঙ্গাদের দেশে ফেরা নিশ্চিত করতে আইডিবিকে পাশে দাঁড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর
এসআর/ওয়াই
মন্তব্য করুন