• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে মাইক্রোবাস খালে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০৩

নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানীর হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে একটি মাইক্রোবাস পানিতে পড়ে গেছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

হাতিরঝিল থানার ওসি ফজলুল করিম জানান, শনিবার সকাল ৬টার দিকে পুলিশ প্লাজার পেছনের সেতুর রেলিং ভেঙে হাই-এস মাইক্রোবাসটি হাতিরঝিলে পড়ে যায়।

গুলশান পুলিশ প্লাজার পেছনে পানিতে পড়ে যাওয়া রূপালি রঙের এ মাইক্রোবাসটিতে চালক ছাড়া আর কোনও যাত্রী ছিলেন না। দুর্ঘটনার পর চালক সাঁতরে পাড়ে উঠে। পরে স্থানীয় তাকে লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।

তিনি জানান, সকাল পৌনে ১০টার দিকে রেলিং ভেঙে মাইক্রোবাসটি পানিতে গিয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে গাড়িটি তোলার কাজ শুরু করে। সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মাইক্রোবাসটি টেনে পাড়ে তোলা হয়।



আরও পড়ুন :

এমসি/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
র‍্যাব পরিচয়ে ডাকাতি, মাইক্রোবাসসহ গ্রেপ্তার ৫
সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাই, আরও ৩ জন গ্রেপ্তার
কুলিয়ারচরে সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
হাতিরঝিল থানার বিএনপি নেতা মামুন বহিষ্কার