• ঢাকা রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১
logo

১২ জনকে পৌনে দুকোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৪

১২ জনকে এক কোটি ৭৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুদানপ্রাপ্তরা হলেন- বিএনপি জামাতের হরতালে পেট্রোল বোমায় আহতদের পরিবারের সদস্য, দলের গুরুতর অসুস্থ নেতা-কর্মী, চিকিৎসাধীন সাবেক জাতীয় ফুটবলার ও সন্ত্রাসীর গুলিতে নিহত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে এই অনুদানের চেক হস্তান্তর করেন।

জানা গেছে, অনুদানপ্রাপ্তদের মধ্যে ব্রাম্মণবাড়ীয়ার নাসরিন বেগমের স্বামী জজ মিয়া ২০১৪ সালে বিএনপি-জামায়াতের ছোড়া পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে এখনো চিকিৎসাধীন আছেন। তিনি ট্রাক চালকের সহযোগী ছিলেন।

ব্রাম্মণবাড়ীয়া জেলার সরাইলের সালাম বেগমের স্বামী মন মিয়া ছিলেন ট্রাক চালক। বিএনপি-জামায়াতের ছোড়া পেট্রোল বোমায় তিনিও আহত হয়েছিলেন।

অনুদানগ্রহণকারী বিনা পারভীনের স্বামী মো. জালালউদ্দিন ছিলেন ডিবির পুলিশ পরিদর্শক। অবৈধ অস্ত্র উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ছাড়া ফুটবল ফেডারেশনের সদস্য অসুস্থ ফজলুর রহমান ও আবাহনী লিমিটেডের সাবেক ফুটবলার শেখ আশরাফ আলীকেও আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কামালসহ গ্রেপ্তার ৪
তিন বাহিনীর প্রধানসহ নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক আজ
শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অকুণ্ঠ সমর্থন জানালেন আইসিসি প্রসিকিউটর