অসুস্থ সৈয়দ আশরাফকে ৯০ দিনের ছুটি
গুরুতর অসুস্থ জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে ৯০ দিনের ছুটি দিয়েছে জাতীয় সংসদ। আজ মঙ্গলবার থেকে এই ছুটি কার্যকর হবে।
সৈয়দ আশরাফের পক্ষে সংসদে তার ছুটির আবেদন করেন চিফ হুইপ আ স ম ফিরোজ। পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী ছুটির আবেদনটি সংসদকে পড়ে শুনান। এরপর তা হ্যাঁ, না ভোটে দিলে হ্যাঁ ভোটে তার ছুটির আবেদনটি জয়ী হয়।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এ পর্যন্ত সংসদে এরকম ৫ জন ছুটি নিয়েছেন বলে জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকালও তার একটি অস্ত্রোপচার হয়েছে।
আবেদনপত্রে বলা হয়, সৈয়দ আশরাফ থাইল্যান্ডে হাসপাতালের ‘ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইউনিটে’ ভর্তি রয়েছেন। তার চিকিৎসায় অনেকদিন সময় লাগবে।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিব নগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফ ২০০৭ সালে আওয়ামী লীগের দুঃসময়ে দলের হাল ধরেন। পরে কাউন্সিলের মাধ্যমে দলের সাধারণ সম্পাদক নির্বিাচিত হন তিনি। পরবর্তী কাউন্সিলেও তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
আরও পড়ুন :
- পদ্মার ভাঙনের কবলে বাবা-মার কবর, শেষবারের মতো জিয়ারত
- রোহিঙ্গারা কক্সবাজারের পরিবেশ দূষিত করছে: ইউএনডিপি
এমকে
মন্তব্য করুন