• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

আরপিও সংশোধনের ওপর ইভিএম ব্যবহার নির্ভর করছে: সিইসি

সিলেট প্রতিনিধি

  ০৫ অক্টোবর ২০১৮, ২০:০৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি আরপিও সংশোধনের ওপর নির্ভর করছে। আরপিও সংশোধনের বিষয়টি সরকারের বিবেচনাধীন আছে। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

শুক্রবার বিকেলে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে জেলা উন্নয়ন মেলায় ইভিএম প্রদর্শনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, সকল রাজনৈতিক দলের মতামত নিয়েই ইভিএম ব্যবহার করা হবে। আগামী নির্বাচনে ৩০০ আসনে ইভিএম ব্যবহারের সম্ভাবনা নেই।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইভিএম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশের ৬৪ জেলায় এর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এসময় তিনি রাজনৈতিক দলের সদস্যদের ইভিএম প্রদর্শনী ঘুরে দেখার পরামর্শ দেন।

নির্বাচনের শিডিউল কবে নাগাদ ঘোষণা করা হতে পারে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ সিদ্ধান্ত এখনও হয়নি। আশা করছি সবার সহযোগিতায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ উন্নয়ন মেলায় নির্বাচন কমিশনের স্টলে ইভিএমের মাধ্যমে প্রতীকী ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ শেষে ফলাফলও ঘোষণা করেন সিইসি। তিন দিনব্যাপী এ উন্নয়ন মেলা বৃহস্পতিবার সকালে শুরু হয়।

এ সময় সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান, পুলিশ সুপার মনিরুজ্জামান এবং সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শামসুল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :

এমসি/ এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়