• ঢাকা রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১
logo

যেভাবে বিধ্বস্ত হয় ফরিদুর রেজা সাগরকে বহনকারী হেলিকপ্টার (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ অক্টোবর ২০১৮, ১৫:৪৬

রাজশাহীর গোদাগাড়ীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আহত হন চ্যানেল আইয়ের এমডি ফরিদুর রেজা সাগর, কণ্ঠশিল্পী ফেরদৌস আরা ও স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়াসহ ৬ জন। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে তারা রক্ষা পেলেন।

এ হেলিকপ্টারটি বিধ্বস্ত হবার আগ মুহূর্তে, এটি দেখার জন্য উৎসুক মানুষ তাকিয়ে ছিল। তারা হয়তো জানতেন না হেলিকপ্টারটি এখনই দুর্ঘটনার শিকার হতে হতে যাচ্ছে। হেলিকপ্টারটি আকাশে উড়ছে দেখে কাছ থেকে এটির ভিডিও করছিলেন কেউ কেউ। হঠাৎেই দেখা গেলো হেলিকপ্টারের পেছনের অংশে ধোঁয়া। আনুমানিক ৬০ ফিট উপরে উঠার পর বিধ্বস্ত হয়ে পড়ে হেলিকপ্টারটি।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার আনোয়ারা ফহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ দুর্ঘটনা ঘটে। তখন স্থানীয় লোকজন ফরিদুর রেজা সাগরসহ অন্যদের হেলিকপ্টার থেকে বের করে আনেন। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তারা ঢাকায় আসেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম আরটিভি অনলাইনকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ল্যান্ডিংয়ে সমস্যা হয়ে এই দুর্ঘটনা ঘটে।

রাজশাহীর গোদাগাড়িতে শিশুদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজধানীতে ফেরার পথে তাদেরকে নিয়ে জরুরি অবতরণ করে হেলিকপ্টারটি।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হেলিকপ্টার ভ্রমণ নিয়ে সমালোচনা, যা বললেন উপদেষ্টা আসিফ
তুরস্কে হাসপাতালে ধাক্কা লেগে বিধ্বস্ত হেলিকপ্টার, আরোহীদের সবাই নিহত
শহীদ আবু সাঈদের বাবাকে হেলিকপ্টারে আনা হলো ঢাকা সিএমএইচে
হেলিকপ্টার দেখতে গিয়ে গুলিতে নিহত সুমাইয়ার মরদেহ উত্তোলন