• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

সব দিয়েও ঘর পেলেন না গৃহবধূ

কুমিল্লা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ অক্টোবর ২০২০, ০৯:৩১
Rape of housewives, day after day, rtv news
ধর্ষণ

কুমিল্লার মুরাদনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ঘর বরাদ্দ দেয়ার প্রলোভন দেখিয়ে অসহায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার টনকি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের প্রভাবশালী সদস্য (মেম্বার) মজিবুর রহমানের বিরুদ্ধে এ ধর্ষণের অভিযোগ করা হয়।

এ ঘটনায় বাঙ্গরবাজার থানায় মামলা দায়েরের চেষ্টা করলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ধর্ষতার।

বিষয়টি নিয়ে কুমিল্লার নারী-শিশু আদালতে মামলা দায়ের করা হয়।

ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালত কুমিল্লার পিবিআইকে নির্দেশ প্রদান করেন। বৃহস্পতিবার আদালত থেকে মামলার নথি পিবিআই কার্যালয়ে পৌঁছায়।

মামলার বিবরণ ও ধর্ষিতার অভিযোগ সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন টনকি গ্রামের এক সিএনজিচালকের স্ত্রী একটি বাসগৃহের জন্য আবেদন জানান চার নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মজিবুর রহমানের ছেলে। একই সূত্র ধরে গৃহবধূকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে একটি ঘর দেয়ার আশ্বাসে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে তার বাড়িতে যাতায়াত শুরু করে মজিবুর রহমান।

একপর্যায়ে তাকে মেলামেশার প্রস্তাব দিলে গৃহবধূ রাজি না হলেও ঘর দেয়ার প্রলোভনসহ নানা কৌশলে তাকে ধর্ষণ করা হয়।

সবশেষ গেল ১০ সেপ্টেম্বর ওই গৃহবধূকে ফের ধর্ষণ করতে যায় অভিযুক্ত ইউপি সদস্য। এ সময় বাধা দিলেও সে জোরপূর্বক ধর্ষণ করলে গৃহবধূ চিৎকার করে। এতে আশপাশের লোকজন এসে ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তবে ইউপি সদস্য মজিবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকার একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওই গৃহবধূকে দিয়ে মামলা করিয়েছে। আমি ওই গৃহবধূকে চিনি না।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শামীম মিয়া বলেন, আদালত থেকে ওই গৃহবধূর অভিযোগ পেয়েছি। তাকে মেডিকেল চেকআপসহ ঘটনাস্থলে গিয়ে তদন্ত এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে। ঘটনার সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভালুকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক
মাঠে স্বামীকে খাবার দিতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল স্ত্রীর
যশোরে ট্রাক্টরচাপায় গৃহবধূ নিহত, আহত ৩
দাউদকান্দিতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু 
X
Fresh