• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ নভেম্বর ২০১৭, ০৯:৫০

ঝিনাইদহের কোটচাঁদপুরের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বিকেলে বানিয়া পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলামের বিরুদ্ধে ৫টি (নাশকতা ও অস্ত্র) মামলা বিচারাধীন রয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে তাজুল ইসলামের পরিবারের দাবি তার বিরুদ্ধে করা সবগুলো মামলায় তিনি জামিনে রয়েছেন।

তাজুল ইসলামের বড় ছেলে জিয়াউল ইসলাম জিয়া জানান, তার বাবার বিরুদ্ধে দায়ের করা সব মামলায় তিনি জামিনে রয়েছেন। কিন্তু কি কারণে তাকে নিয়ে যাওয়া হলো সেটা বুঝতে পারছি না।

এসএস/এ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উঁকিঝুঁকি যারাই মারবেন বিপদে পড়বেন, জামায়াত নেতার হুঁশিয়ারি
যে ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের ফাঁসি হয়েছিল, সেখানেই আ.লীগের বিচার হবে: গোলাম পরওয়ার
সুইস রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক
স্ত্রীর জানাজায় অসুস্থ হয়ে জামায়াত নেতার মৃত্যু